রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) স্বাস্থ্য সেবা কর্মসূচিতে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হবে। কোন শিশু যেন ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ যায় সে জন্য সর্বোচ্চ প্রচেষ্টা রাখতে হবে। এ কার্যক্রমকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যত। এদের স্বাস্থ্য সবলভাবে বেড়ে ওঠার দায়িত্ব আমাদের সকলের। বুধবার দুপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যা¤েপইন উপলক্ষে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মেয়র শিশু সন্তানদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে অভিভাবকদের মনোযোগী হওয়ার অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন অতীতের অন্যান্য কর্মসূচির মত এ কর্মসূচিও শতভাগ সফল হবে। এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ১৯ হাজার ২৮৩ ও এক বছর থেকে চার বছর বয়সী ১ লাখ ৭ হাজার ৪৬ জন শিশু রয়েছে। এই ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তারপরও যদি কোনো শিশু ক্যাপসুল খাওয়ার পর অসুস্থবোধ করে, সেজন্য চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।তিনি আরও জানান, এবার প্রথম রাউন্ডে ২৬৪টি অস্থায়ী, ২৩টি স্থায়ী এবং ৮টি ভ্রাম্যমাণ কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে। এতে সিটি করপোরেশনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারির ৭৭ জন সুপারভাইজারসহ মোট ৬৬৭ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী থাকবেন। সভায় রসিক স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামুজ্জামান এবনে তাজ সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাম, সচিব মো. রাশেদুল হক প্রমূখ উপস্তি ছিলেন।