জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স’র আয়োজনে নিজস্ব হলরুমে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ অধিদপ্তর, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে আগামি ২২ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।
উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. মো: মেহফুজ আলীর সভাপতিত্বে এ সময় উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রওশন কার্নিজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, থানার তদন্ত কর্মকর্তা বিশ^দেব রায়, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রায়হান বারী, শিশু কন্সালটেন্ট ডা. মোয়াজ্জেম হোসেন, মেডিকেল কর্মকর্তা ডা. তপন কুমার রায়, প্রেস ক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী ও পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক এন্দা প্রমূখ সভায় বক্তব্য রাখেন।
পরিকল্পনা সভায় জানানো হয়, আগামি ২২ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেনে উপজেলায় ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙয়ের চার হাজার ৭৫৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী একটি করে লাল রঙয়ের ৩৮ হাজার ৫৪১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৪১টি কেন্দ্রে প্রতি কেন্দ্রে দুই জন করে চার শত ৮২ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।