যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধে প্রভাবশালী প্রতিপক্ষরা ৩ অসহায় পরিবারের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। তারা জমির দখল নিয়ে বেড়া দিতে থাকলে বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় ২ মহিলাসহ ৪ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে ১ জনকে আটক করেছে।
জানা গেছে,উপজেলার কাস্তা গ্রামের আবুবকর সিদ্দিকের সাথে প্রতিবেশী সবুর শেখের ছেলে ইব্রাহিম হোসেনের সাথে বসতভিটার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে ইব্রাহিম হোসেন, শরিফুল ইসলাম আক্তারুজ্জামান, সাইফুল ইসলামের নেতৃত্বে ১৮/২০ জন যুবক পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, সাবল, দা, কুড়াল প্রভৃতি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আবুবকর সিদ্দিকের পরিবারের ওপর হামলা চালায়। হামলাকারিরা আবুবকর সিদ্দিকের ছেলে মিজানুর রহমানের বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর ও বিচলী গাদা ভেঙে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ভস্মিভূত করে। আগুনের লেলিয়ান শিখায় গোয়াল ঘরে থাকা ওই পরিবারের একমাত্র সম্বল খাসি ছাগালটি পুড়ে মারা যায়। খবর পেয়ে বাধাদিতে গেলে সন্ত্রাসীদের হাতে আবুবকর সিদ্দিক, মিজানুর রহমান, তার স্ত্রী ফরিদা পারভিন ও ফতেমা বেগমকে তারা মারপিট করে আহত করে। পরে হামলাকারিরা ওই ৩ বাড়িতে ঢুকে ব্যাপক লুটপাট চালায় বলে অভিযোগ। শেষে ৩ পরিবারের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বেড়াদিয়ে ঘিরে তাদের জমি দখলে নিয়ে তারা চলে যায়। ফলে পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় গত মঙ্গলবার মিজানুর রহমান বাদি হয়ে ইব্রাহিম হোসেন, শরিফুল ইসলাম, আক্তারুজ্জামান, সাইফুল ইসলামসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দাখিল করেছেন।
আবুবকর সিদ্দিক অভিযোগ করে বলেন, ইব্রাহিম হোসেন হিং¯্র প্রকৃতির লোক। তার বসতভিটার জমির দখল নিতে সে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। সে আমার পরিবারের বাড়িঘর ভাঙচুর করেও ক্ষান্ত হযনি, পানি খাওয়ার টিউবয়েলটিও বেড়া দিয়ে ঘিরে বন্ধ করে দিয়েছে। বর্তমান তারা আমার পরিবারকে একঘরে করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ ব্যাপারে ইব্রাহিম হোসেন বলেন, তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তা সঠিক নয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক বার মাপামাপি হয়েছে। সর্ব শেষ তারা সার্ভেয়ার এনে মাপযোগ করে। তাও তারা মানে না। তারা আমার জমি ছাড়বে না বলে ওই স্থানে রান্নাঘর, গোয়ালঘর বানিয়ে রেখেছে। তাই তাদের উচ্ছেদ করে আমার জমি দখলে নিয়ে বেড়া দিয়েছি।
কেশবপুর থানার উপপরিদর্শক ফকির ফেরদৌস বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা মিলেছে। এ বাপারে ইব্রাহিম হোসেনের ছেলে আক্তারুজ্জামানকে আটক করা হয়েছে।