নাটোরের সিংড়ায় আছের আলী প্রামাণিক (৫২) নামের এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতের কোন একসময় বামিহাল-টু-তাড়াই রাস্তার মাঝে কৈডালা হিন্দুদের শ্মশানে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত আছের আলী প্রামাণিক উপজেলার ডাহিয়া ইউনিয়নের দুর্গম পল্লী তাড়াই গ্রামে মৃত: রবিয়া প্রামাণিকের ছেলে। ্এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সিংড়া থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, কৃষক আছের আলী প্রামাণিক মঙ্গলবার ভোরে নিজের পুকুরের মাছ বিক্রয় করতে চান্দাইকোনা যান। পরে রাত সাড়ে ৮টার দিকে তাড়াই বাজারে তাকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। এরপর বুধবার সকালে বামিহাল-টু-তাড়াই রাস্তার মাঝে কৈডালা হিন্দুদের শ্মশানে তার জবাই করা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম জানান, নিহত আছের আলী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডাহিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন। আর তিনি ওয়ার্কাস পার্টি করতেন বলে জানান তিনি। তবে তিনি এই হত্যা কান্ডের তুষ্ঠ তদন্ত দাবি করেন।
ওয়ার্কাস পার্টির সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান জানান, নিহত আছের আলী গত নির্বাচন থেকে আ.লীগের হয়ে কাজ করেন। ওয়ার্কাস পার্টির সাথে তার আর কোন যোগাযোগ নেই।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে পুলিশ এখনও কোন ক্লু উদ্ধার করতে পারেনি। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যা কান্ড ঘটতে পারে।