আশাশুনি সদরের স্বনাম ধন্য স্বপন সুইটস-এ ঘোল স্টল উদ্বোধন করা হয়েছে। মিষ্টির জগতে সুপরিচিত নাম স্বপন সুইটস এর স্বত্ত্বাধিকারী স্বপন বিশ^াস গরমে মানুষের মনোতৃপ্তি ও সুখাদ্য উপহার দেওয়ার উদ্দেশ্যে বাঙালীর সুপ্রিয় রসনাসমৃদ্ধ খাদ্য “ঘোল” বিক্রয়ের জন্য উদ্যোগ গ্রহন করেন। গরুর দুধ থেকে সানা কেটে ঘোল তৈরি করে সুস্বাদু পানীয় হিসাবে সরবরাহের লক্ষ্যে মিষ্টির দোকানে ঘোল স্টল করা হয়েছে। উদ্বোধন করেন আশাশুনি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সহ-সভাপতি আলী নেওয়াজ ও সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক।