আশাশুনির মরিচ্চাপ ব্রীজের নীচে মরিচ্চাপ নদীর তীরে অবস্থিত রিভার ভিউ কেওড়া পার্ক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। মঙ্গলবার (১৮ জুন) তিনি পার্ক পরিদর্শনে যান।
সরকারি সহায়তায় ও উপজেলা পরিষদের বাস্তবায়নে রিভারভিউ কেওড়া পার্ক স্থাপনের পর থেকে পার্কের উন্নয়ন, মনোরম পরিবেশ সৃষ্টি এবং মানুষকে সেখানে আকৃষ্ট করতে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়। বর্তমানে পার্কটিকে আকর্ষণীয় করতে কাজ চলছে। এসব কাজের অগ্রতি দেখতে এবং বিশেষ করে ৪০ দিনের কর্মসৃজনের কাজ দেখতে তিনি সেখানে যান। এ সময় শ্রমিকদের কাজ দেখেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, কেওড়া পার্ক আমাদের সকলের, এর উন্নয়ন সাধন এবং একে সৃজনশীল রাখতে সকলকে দায়িত্বশীল হতে হবে। এলাকার মানুষ চিত্ত বিনোদন, অবসর সময় কাটাতে এখানে নিয়মিত আগমনে প্রস্তুত করতে কাজ করা হচ্ছে। আজকে এলাকার মানুষ আসছে, আগামীতে দুরবর্তী এলাকার মানুষও এখানে আসতে শুরু করবে। সে জন্য সকলকে সযতœ হতে হবে।