আশাশুনি উপজেলার আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাকী বিল্লাহ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। অভিভাবক সদস্য পদে ব্যাংকার ইয়াহিয়া ইকবালের প্যানেলে ইয়াহিয়া ইকবাল, আঙ্গুর হোসেন, মঞ্জুরুল হক, আবুল হাসান ও সোহাগী পারভিন এবং প্রফেসর আঃ আলিম প্যানেলের আঃ আলিম, আঃ সবুর, মইনুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোমেনা খাতুন মনোনয়নপত্র জমা দেন। তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি শংকর কুমার মন্ডল, সিরাজুল ইসলাম ও সংরক্ষিত পদে রীমা রায়, দাতা সদস্য পদে আনছার উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ জুন এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ জুলাই।