আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকালে বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সাসটেইনেবল কোস্টাল এ- মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, আরডিও বিশ^জিৎ ঘোষ, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপজেলার ২০০ জন মৎস্যজীবি জেলে ও ২৫ জন মৎস্য চাষীকে নিয়ে ৩ দিনের এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ এবং এর অর্থনৈতিক গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণে দায়িত্বশীল আচরণবিধি, আইইউইউ ফিশিং এবং এর নিয়ন্ত্রণে প্রচলিত আইন ও বিধি, এমসিএস কার্যকরণে জেলে ও মৎস্য নৌযান নিবন্ধন এবং লাইসেন্সিং কার্যক্রমের গুরুত্ব, মৎস্য আহরণে পরিবেশ বান্ধব উপকরণ ও সরঞ্জাম ব্যবহার, বন্ধ মৌসুমের গুরুত্ব ও করণীয়, আহৃত মাছের তথ্য সংগ্রহ এবং গুণাগুন রক্ষা ও মানোন্নয়নে করণীয়, মৎস্যজীবিদের জীবনের নিরাপত্তায় করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।