বেনাপোল পৌর আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও লুটপাটের তিন সপ্তাহ অতিবাহিত হলেও মূল পরিকল্পনাকারী ও ভিডিও ফুটেজে শনাক্ত মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ওই কার্যালয় পরিদর্শন করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ হামলায় স্থানীয় সংসদ সদস্যের ইন্ধন রয়েছে দাবি করে জড়িতরা আটক না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। আর আসামি ধরতে প্রশাসনের গড়িমসির জন্য জেলা নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। গত ২৭ মে গভীর রাতে সন্ত্রাসীরা বেনাপোল পৌরমেয়র সমর্থিত আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও লুটপাট করে। এ ব্যাপারে ২৮ মে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়।
জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বেনাপোল পৌর এলাকার আওয়ামী লীগ অফিস পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, গত ২৭ মে রাতের আঁধারে সন্ত্রাসীরা এই কার্যালয়টিতে হামলা চালায়। তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও পদদলিত করে। পাশাপাশি সিসি ক্যামেরা, টেলিভিশন, আসবাবপত্র ভেঙ্গে তছনছ ও লুটপাট করে। এ ঘটনায় পরদিন মামলা হলেও মূল পরিকল্পনা ও হামলাকারীরা এখনও আটক হয়নি।
স্থানীয় নেতাদের অভিযোগ, বেনাপোল পৌর অফিস ভাঙচুরের হুকুমদাতা ও অফিস ভাঙচুরের নেতৃত্বে ছিলেন জুলফিকার আলী মন্টু। মন্টু বেনাপোল কাস্টমস নিলাম মাঠ থেকে বেনাপোল মেয়র সমর্থিত আওয়ামী লীগ অফিস ভাঙচুরের পুরস্কার ঘোষণার পরপরই এ হামলা ও লুটপাট হয়। শুধু এই অফিস ভাংচুরই নয়, গোটা শার্শায় আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা হামলা, মামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। আর এর পেছনে রয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন ও মীর জহুরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মালেক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী রফিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এমএ বাশার, কার্যকরী সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, এহসানুর রহমান লিটু, শাহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আবদুল মান্নান মিন্নু, কাজী আলমগীর হোসেন আলম, কবিরুল আলম, কাজী দেলোয়ার হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্যাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, এমএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ।
স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন, মোজাফফর হোসেন, কোরবান আলী, রহমত আলী প্রমুখ। নেতাদের বক্তব্য শোনার পর জেলা নেতাদের পক্ষে বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন। তিনি বলেন, যারা আওয়ামী লীগ কার্যালয় ভেঙ্গেছে, বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রীর ছবি তছনছ করেছে তাদের কেউই রেহাই পাবে না। আজ হোক, কাল হোক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এজন্য প্রয়োজনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নেতৃত্বে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে।
এখনও মূল পরিকল্পনাকারী আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে খয়রাত হোসেন দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একইসাথে হামলা, মামলা, নির্যাতন মোকাবেলায় আওয়ামী লীগের ত্যাগী নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বেনাপোল বন্দর থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, বেনাপোল আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগে মামলায় অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে পুলিশ আটক করেছে। একটি পক্ষ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুলফিকার আলী মন্টুকে হামলার পরিকল্পনাকারী বলছে। কিন্তু এ ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ না থাকায় তাকে আটক করা হয়নি। হামলাকারী হিসেবে যারা চিহ্নিত হয়েছে তাদের আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।