যশোরের পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একটি জেলার মণিরামপুর ও অপরটি বাঘারপাড়া উপজেলা থেকে। দুটি মৃত্যুই রহস্যজনক বলে দাবি করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া তেলিকুড় গ্রাম থেকে কণিকা চক্রবর্তী নামে এক গৃহবধুর ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে। সন্দেহ থাকায় লাশটি উদ্ধার করে যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের পরেই এটি হত্যা না আত্মহত্যা নির্ণয় করে মামলা নেয়া হবে। কনিকার ভাই অসিম জানান, আমার বোনকে নিযার্তন করে হত্যা করা হয়েছে। কণিকা চক্রবর্তী তেলিকুড় গ্রামের কাত্তিক চক্রবর্তী স্ত্রী।
অপরদিকে বাঘারপাড়া উপজেলার খোলসী গ্রাম থেকে চুমকি নামে এক কলেজ ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঘারপাড়া থানা পুলিশ জানায়, সকালে এলাকাবাসী রখবরের ভিত্তিতে ঘটনা স্থলে পৌছে চুমকি নামে কলেজ ছাত্রীর নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি। তার শরীরে দাগ থাকায় সন্দেহ হয়। এজন্য লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে লাশ দুটির ময়নাতদন্ত যশোর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।