‘অনৈতিক কাজে বাধ্য করায় ক্ষোভের বসবর্তি হয়েই নুরুল ইসলামকে খুন করেছি। এর পরিণতি কী হবে তা ভাবার সময় পায়নি। কারণ, অনৈতিক কাজের জ¦ালা যন্ত্রনা থেকে তো মুক্তি পেয়েছি।’ রাজশাহীর পুঠিয়া উপজেলার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত ষোল বছরের ওই কিশোর আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দীতে এ কথা উল্লেখ করেছেন।
এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার বিকালে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ‘গত সোমবার বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. আরিফুল ইসলামের কাছে এমন জবানবন্দী দিয়েছে খুনের ঘটনায় গ্রেফতারকৃত উপজেলার রামজীবনপুর এলাকার একমাত্র সেই কিশোর আসামী। ভুক্তভোগী সেই কিশোর শ্রমিক নেতার কবল থেকে রক্ষা পেতেই এমন হত্যাকান্ডের পথ বেছে নেয়া ছাড়া কোন উপায় ছিলনা বলেও আদালতের কাছে উল্লেখ করেছে। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে আসামীকে কারাগারে পাঠানো হয়।’
ওই কিশোর তার জবানবন্দিতে আরো বলেছে, ‘নূরুল ইসলামকে সম্পর্কে নানা বলে ডাকতো। কিন্তু নুরুল ইসলামের অনৈতিক কাজের বদ অভ্যাস ছিল। তিনি ওই এলাকার বিভিন্নজনকে টাকার লোভ দেখিয়ে অনৈতিক কাজে ব্যবহার করতেন। যার ফাঁদে পড়েছিল ওই গ্রেফতারকৃত কিশোরও। প্রায়ই নুরুল তার সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হতেন। এতে অনিচ্ছা প্রকাশ করলে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন নুরুল। ফলে ওই কিশোর তার সঙ্গে যেতে বাধ্য হতো। যার ধারাবাহিকতায় গত ১০ জুন রাতেও অনৈতিক কাজ করার জন্য ওই কিশোরকে ইটভাটায় নিয়ে যান নুরুল। এরপর পাশবিক নির্যাতনের জ¦ালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নুরুলকে হত্যার উদ্যেশে ওই কিশোর গলা টিপে ধরে। এরপর ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নুরুলের মৃত্যু হয়। পরে ওই কিশোর বাড়ি চলে যান।’
জেলা পুলিশের মুখপাত্র আরো বলেন, ‘মামলাটি গুরুত্বসহকারে নিয়ে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ স্যারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্যাদি নিবিড় পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুন পুঠিয়া থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সেই একক ব্যক্তি হিসাবে হত্যাকান্ড পরিচালনা করার কথা স্বীকার করে। পরবর্তীতে ওই কিশোর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এখন এ মামলার তদন্ত কার্যক্রম শেষ হওয়ায় দ্রুতই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’
এর আগে গত ১১ জুন রাজশাহীর পুঠিয়া থানাধীন কাঠালবাড়ীয়া এলাকার এএসএস ইটভাটা থেকে শ্রমিক নেতা নূরুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল ইসলাম ওই উপজেলার ধোপাপাড়া গ্রামের মৃত কালুর ছেলে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সন্দেহভাজন ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করে।