নাটোরের বড়াইগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমারের সভাপতিত্বে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃব্য করেন মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম, আবাসিক চিকিৎসক ডা. ডলী রাণী, চিকিৎসক ডা. রিপা প্রমূখ।
টিকা কর্মসূচির কর্মকর্তা মোঃ রাজীব জানান, উপজেলার ৭১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ২০০ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৪ হাজার ২১৭ জন শিশুকে লাল রংয়ের টিকা খাওয়ানো হবে।