“আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে” এ প্রতিপাদ্যকে সামনের রেখে মুক্তাগাছা এপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় নবারুণ বিদ্যানিকেতন মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সহকারী প্রধান শিক্ষক সঞ্চয় পাল ও মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম কর্মকর্তা মৌসুমী আক্তার। খেলাটি পরিচালনা করেন নবারুণ বিদ্যানিকেতনের ক্রীড়া শিক্ষক আবদুল মান্নান। খেলায় ৯ম শ্রেণির দলকে ট্রাইব্রেকারে ৫/৪ গোলে হারিয়ে ৮ম শ্রেণির দল বিজয়ী হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।