বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন সময়ে ‘প্রেমের খেলা’ শিরোনামের গান ভিডিও প্রকাশ পেলো সঙ্গীতশিল্পী প্রতীক হাসান ও কর্ণিয়ার কণ্ঠে।
তুই ফার্স্ট ওভারের ফার্স্ট বলেতে করতে গিয়া আউট/ আমার প্রেমে খেই হারাইয়া কইরা গেলি শাউট- এমন কথার গানটি লিখেছেন অনুরূপ আইচ। সুর-সঙ্গীতায়োজনে জুয়েল মোর্শেদ।
নাচে-গানে ভরপুর ভিডিওতে দেখা গেছে প্রতীককে ব্যাট হাতে আর বল হাতে মডেল রাহা তানহা খানকে। মোশনরক এন্টারটেইনমেন্টের তত্বাবধায়নে ভিডিওটি বানিয়েছেন ইমরাউল রাফাত।
সোমবার ধ্রুব মিউজিক স্টেশনে ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘প্রেমের খেলা’র গান ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।