বিশ্ব পরিবেশ দিবস-১৯ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও উপস্থিত রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও উপস্থিত রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা’র বিষয়বস্তু ছিল ক বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরিবেশ বিষয়ে ইচ্ছেমত অংকন। খ বিভাগ চতুর্থ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বিষয় ছিলো প্রাকৃতিক পরিবেশ বিষয়ে অংকন এবং গ বিভাগ সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিষয় ছিলো প্রতিপাদ্য বিষয় ভিত্তিক/পরিবেশ রক্ষায় সচেতনতা। উপস্থিত রচনা লিখন প্রতিযোগিতার বিষয়বস্তু হলো ক বিভাগ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয় ছিলো আসুন বায়ুদূষণ রোধ করি এবং খ বিভাগ নব শেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিষয় ছিলো আসুন বায়ুদূষণ রোধ করি।