নওগাঁর মান্দায় জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের চকমনোহরপুর মন্দির প্রাঙ্গণে এ মাঠ দিবস পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রতিনিধি জাকিউল হাসান, সিসিডিবির এলাকা সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল হোসেন, সিসিডিবির শাখা ব্যবস্থাপক রায়হান উদ্দিন মন্ডল, মাঠ সংগঠক আবদুস সালাম ও রাসেল, বীজকর্মি জনি ইসলাম প্রমুখ।
সিসিডিবির এলাকা সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহা জানান, চলতি বোরো মৌসুমে মান্দা উপজেলায় ১ হাজার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছিল।