নিয়ামতপুরে ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে শুরু হয়ে তা শেষ হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের আটটি ভ্যেনুতে এক যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। আট ইউনিয়ন থেকে চ্যাম্পিয়নরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের লাড়াইয়ে নামবে আগামি ২৩ ও ২৪ জুন বলে জানা গেছে।
মঙ্গলবার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু খেলায় নিমদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বনগাঁপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ও বঙ্গমাতায় গাংগোর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে রসুলপুর শহীদ তাজহা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলামের সঞ্চালনায় চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের এসএমসির সভাপতি বাবর আলী। এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।