নওগাঁর সাপাহারে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।"ঠান্ডা গরম বন্যা খরা কিংবা জলোচ্ছ্বাস বাঁচিয়ে দেবে ঠিক সময়ে একটু পূর্বাভাস" এই স্লোগাণকে সামনে রেখে সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলার ৯০ জন কৃষকদের নিয়ে আবহাওয়া বিষয়ক এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, নওগাঁ খামারবাড়ীর উপ-পরিচালক মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসের সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আতাউর রহমান সেলিম ওই প্রশিক্ষনে উপস্থিত ছিলেন।