কালীগঞ্জে সোহেল রানা ওরফে তুহিন (২৬) নামে মসজিদের এক মোয়াজ্জিমকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলার বাঘুটিয়া ও বানিয়াবহু গ্রামের একটি পাট ক্ষেত থেকে তার দ্বিখন্ডিত ছিন্ন ভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে দূর্বত্তদের হাতে সে খুন হয়। নিহত যুবকের মৃতদেহ থেকে ১’শ গজ দুরে তার কর্তনকৃত মাথাটি পড়ে ছিল। কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিম তুহিন কোটচাদপুর উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের আবু বক্কর রহমানের ছেলে। নারী ঘঠিত হত্যাকান্ডে সন্দেহে পুলিশ এ মঙ্গলবার দুপুর পর্ষন্ত ৫ জনকে আটক করেছে।ওসি মিজানুর রহমান খান জানান, কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মসজিদের মোয়াজ্জিয়াম তুহিন হত্যার মোটিভ উদ্ধার করতে পুলিশ কালীগঞ্জ চাপালী গ্রাম থেকে ৩ জন এবং বলরামপুর গ্রাম থেকে ইয়াকুব হোসেন ও তার মেয়ে জুলিয়া সহ ৫ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছে, আটক জুলিয়া খাতুন বাঘুটিয়া গ্রামের গ্যারেজ মিস্ত্রি রাজু হোসেনের স্ত্রী। এক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের আগেই জুলিয়ার সাথে নিহত মোয়াজ্জিয়াম সোহেলের প্রেমজ সম্পর্ক ছিল। তাদের দু,জনের মধ্যে বিয়ে হবার কথা ছিল। কিন্তু মেয়ের পরিবারের লোকজন তুহিনের সাথে বিয়ে দিতে রাজি ছিল না। ফলে তারা তড়িঘড়ি করে বাঘুটিয়া গ্রামের গ্যারেজ মিস্ত্রি রাজু হোসেনের সাথে বিয়ে দেয়। বিয়ের পরে ও তুহিনের সাথে জুলিয়ার ফোনে নাকি নিয়মিত কখা হত। তাতে করে ধারনা করা হচ্ছে, এই প্রেমের সর্ম্পককেই কেন্দ্র করে খুনের ঘটনা ঘটতে পারে বলে অনেকের ধারনা। জুৃলিয়ার স্বামী গ্যারেজ মিস্ত্রি রাজু হোসেন কে গ্রেফতার করে জিঙ্গাসা করলে হয়তো হত্যার মোটিভ উদ্ধার হবে। নিহতের মা রেখা বেগম জানায়,তার ছেলে কয়েক বছর কালীগঞ্জ চাপালি গ্রামের মসজিদে মোয়াজ্জিমের দাযিত্ব পালন করতো। রেখা বেগমের ৩ ছেলের মধ্যে তুহিন ছিল দ্বিতীয় সন্তান। কি কারণে তার ছেলে খুন হল সেটা তিনি বলতে পারেনি। এদিকে লাশের পাশে নলডাঙ্গা বাজারের সেন সুইট মিষ্টির দোকানের প্যাকেট পড়েছিল।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কান্তি দাস জানান, বানিয়াবহু ও বাঘুটিয়া গ্রামের মাঠে একটি পাট খেতে এক ব্যক্তির জবাই করা দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশের গলা থেকে মাথা আলাদা এবং পুরুষাঙ্গ কর্তন করা হয়েছে। লাশটি কালীগঞ্জ চাপালী গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিম সোহেল রানার বলে তার পরিবারের পক্ষ থেকে সনাক্ত করেছে। তবে নারী ঘটিত কোন ঘটনায় তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।