রাজশাহীর তানোরে প্রতিবন্ধী এক স্কুল ছাত্রী গলাই দড়ি দিয়ে আতœহত্যা করেছে। ওই ছাত্রীর নাম রুবিনা খাতুন সে উপজেলার নড়িয়াল গ্রামের রফিকুল ইসলামের কন্যা ও দর্গাডাঙ্গা স্কুল এ- কলেজের ৯ম শ্রেনীর ছাত্রী।
তানোর থানার কর্মকর্তা ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিহতের মা খতেজা বেগম বাড়ির বাইরে থেকে ঘরে এসে দেখে রুবিনা ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের উড়না পেচিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামানোর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে, কারো কোন প্রকার অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়া দাফন করার অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে, কি কারণে রুবিনা আতহত্যা করেছে তা সঠিক ভাবে জানা জায়নি। বিষয়টি তদন্ত করে যদি কোন কিছু পাওয়া যায় তাহলে আইণগত ব্যভস্থা নেয়া হবে। ধারনা করা হচ্ছে নিজের শারিরি প্রতিবন্ধীকতার কারণে সে আতহত্যা করতে পারে।