নীলফামারীর সৈয়দপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ইয়াকুব আলী (৩৫) নামে এক বখাটে যুবককে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত ইয়াকুব সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকার পাড়ার নুর আমিনের পুত্র। উত্যক্তের শিকার তরুনীর বাসা শহরের মুন্সিপাড়ায়। সে দিনাজপুর সরকারী কলেজের অনার্সের ছাত্রী। পুলিশ জানায়, বখাটে ওই যুবক মেযেটিকে কলেজ যাওয়া আসার সময় উত্ত্যক্ত করতো। গতকাল সোমবার বিকেলে মেয়েটির পরিবার থানায় এসে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে এসআই মমতাছের হাসান মাসুম অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ সন্ধ্যায় তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করায়। আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বখাটে ইয়াকুবকে ৬ মাসের কারাদ- প্রদান করেন।