সাতক্ষীরার কলারোয়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার অগ্রগতি সংস্থার অফিসে এ প্রকল্পের অবহিতকরণ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুহ.ছারওয়ার হোসেন, কলারোয়া থানার এসআই পিযুষ কান্তি ঘোষ, উপজেলা মহিলা বিষক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এছমতআরা, উপজেলা সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা আকবর আলী, উপজেলা সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ, অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী অসীত কুমার ব্যানার্জী, অক্ষয় কুমার, প্রোগ্রাম কর্মকর্তা মোজাহারুল ইসলাম, গ্রোগ্রাম ফ্যাসিলিটেটর কামরুনাহার রেখা ও নাজমুল হক রাজু।