যশোরের কেশবপুরে জমি জমা নিয়ে বিরোধে ভাইয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সোমবার ও মঙ্গলবার সকালে দু ভাই আবদুর রাজ্জাক ও মঙ্গলবার আবদুর রাজ্জাকের ভাই আবদুল লতিফ পৃথক সংবাদ সম্মেলন করেন। সোমবার সকালে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে আবদুর রাজ্জাক জানান, উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেন মোড়লের ছেলে আবদুর রাজ্জাক বহুদিন ধরে কেশবপুর শহরের তরকারি বাজারে কাঁচা মালের ব্যবসা করে আসছেন। ১৯৮১ সালে তার বড় ভাই আবদুল লতিফ ৩ বছরের শিশু সন্তান রবিউল ইসলাম ও দেড় বছরের শিশুকন্যা মমতাজ খাতুন রেখে মারা যান। পরবর্তীতিতে এতিম বাচ্চাদের রেখে আমার ভাবি অন্যত্র গিয়ে সংসার পাতেন। এ সময় আমি বাধ্য হয়ে ওই এতিম বাচ্চাদের অভিভাবকের দায়িত্ব পালন করে তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করি। আমারই প্রচেষ্টায় ভাইপো রবিউল ইসলাম পুলিশে চাকরী পায়। বর্তমান সে পুলিশ হেডকোয়ার্টারে এএসআই পদে কর্মরত রয়েছে।
গত ১৪ মে আমি বাড়ি না থাকার সুযোগে পূর্বশত্রুতার জের ধরে রবিউল ইসলাম ও ছোট ভাই আবদুল লতিফ যোগসাজসে আমার জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে ১৫/১৬ জন সন্ত্রাসী ভাড়া করে এনে জমিতে রোপণ করা ২ শতাধিক কলাগাছ কেটে ক্ষতি সাধন করে। এ ছাড়া আমি ও আমার পরিবারকে বাস্তভিটা থেকে উচ্ছেদ করতে তারা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। বর্তমান তারা আমাকে মানসিক নির্যাতনসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি অব্যাহত রেখেছে। যে কারণে আমি জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৫ জুন কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার নম্বর- ৫৮০।
অপরদিকে মঙ্গলবার সকালে আবদুর রাজ্জাকের ভাই আবদুল লতিফ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, তার ভাই আবদুর রাজ্জাক ,আব্দুল হালিম ও ভাগ্নে আঠন্ডা গ্রামের বজলুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও জাহিদুল ইসলাম, যোগ সাজসে পৈর্র্তক জমি জমাসহ বড় ভাই মৃত আবদুল হাইকে বঞ্চিত করে অন্য শরিকদেও না জানিয়ে জমি দলিল করা সহ নানা রকম চক্রান্ত ষড়যন্ত্রে জড়িত রয়েছে। আবদুল লতিফ নিজেকে পেশায় একজন ড্রাইভার বলে উল্লেখ করে বলেন, তাতেই অভাব অনটনে সংসার চলে। যৌথ পরিবারে বসবাস করাকালিন ২০১৭ সালে আমাদেও পিতা আনোয়ার হোসেন ৫ ছেলে ও ২ মেয়ে রেখে মারা যান। পিতার সমস্ত সম্পত্তি দেখাশুনাসহ সংসারের যাবতীয় অর্থ সম্পদ আবদুর রাজ্জাকের কাছে থাকতো। দেড়যুগ আগে আমার পৈতিক ৩২ শতক জমি বিক্রি করে সে কেশবপুর শহরের কাঁচা বাজারে জমি ক্রয় করে সেখানে ব্যবসা বাণিজ্য করতো। এ ছাড়া ২০০০ সালে আমাদের পরিবারের ১টি ট্রাক ২টি পিকআপ ছিল। এ সময় আমার স্ত্রী চম্পা বেগমের কাছ থেকে ফেরৎ দেয়ার শর্তে ১ লাখ ৯০ হাজার টাকা আবদুর রাজ্জাক হাতিয়ে নেয়। এসব কিছু সেই দেখাশুনা করতো। পরবর্তীতে ১ নং বিবাদি লোকসানের অজুহাত দেখিয়ে ট্রাক ও পিকআপ বিক্রি করে ৫০ লাখ টাকাসহ আমার স্ত্রীর পাওনা টাকাও সে আত্মসাৎ করে। পিতা মারা যাবার পর জানতে পারি কেশবপুর শহরের কাঁচা বাজারে জমি থেকে আমি ও আমার বড় ভাই মৃত আবদুল হাইকে বঞ্চিত করে সে প্রতারণা করে ৩ ভাইয়ের নামে রেজিস্ট্রি করেছে। এরপরও পিতার জমি সে কুক্ষিগত করে নিজের দখলে রেখে অদ্যাবধি ভোগ দখল করে আসছে। ভাই আবদুর রাজ্জাকের নিকট হিসাব চাওয়ার পর তারা জোটবদ্ধ হয়ে একের পর এক অপহরণ করে হত্যার হত্যার হুমকিসহ মিথ্যা মামলায় ফাসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আমাদের পরিবারের সমস্যা নিরসনে গ্রাম্যভাবে একটি সালিসি বৈঠক বসে। সালিসে আমারসহ অন্য ভাইদের সম্পত্তি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। সেই মর্মে আমি ও আমার ভাইপো রবিউল ইসলাম তার অবৈধ দখলে থাকা জমির দখল বুঝে নিয়েছিলাম। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সে আমিসহ ভাইপো রবিউল ইসলামের নামে গত ১৫ জুন থানায় মিথ্যা ডায়েরী করে। যার নং- ৫৮০। গত ১৫ জুন আবদুর রাজ্জাক প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরী করি। যার নং- ৬১৭। তাং-১৬/০৬/১৯। বর্তমান সে থানা থেকে জিডি তুলে নেয়ার জন্যে হুমকি দিচ্ছে। না তুললে আমার পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ করা হবে বলেও সে হুমকি অব্যাহত রেখেছে। এক সহোদর ভাইয়ের অত্যাচারে আমরা ৩টি পরিবার অতিষ্ঠ হয়ে উঠেছি।