রংপুরের রাজপথের নেতা আলহাজ¦ আবদুর রাজ্জাককে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ চলতি জুন মাস থেকে কার্যকর হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মঙ্গলবার দলের চেয়ারম্যান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আলহাজ¦ আবদুর রাজ্জাক রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুব সংহতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর আলহাজ¦ আবদুর রাজ্জাক প্রতিক্রিয়ায় বলেন, দলের চেয়ারম্যান এইচএম এরশাদ একজন জনদরদী নেতা। তিনি আমাকে জেলা থেকে কেন্দ্রের দায়িত্ব দিয়েছেন। আমার ওপর দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। তিনি দলের চেয়ারম্যান এরশাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ¦ মসিউর রহমান রাঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।