নাটোরের বড়াইগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসিনুর রহমান ছকির (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হাসিনুর রহমান ছকির (৬৫) উপজেলার চাঁন্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের মৃত জরিপ সরকারের ছেলে এবং গাড়ফা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
চান্দাই ইউপি’র সাবেক চেয়ারম্যান আতাউর রহহমান জিন্নাহ জানান, ছকির রোববার সকালে জমি-জমা সংক্রান্ত কিছু কাগজপত্র তুলতে রাজশাহী গিয়েছিলেন। কাজ শেষে সেখান থেকে ফেরার পথে রাতে অজ্ঞান পার্টির সদস্যরা তার সব লুটে নিয়ে পুঠিয়া এলাকায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন তার ছবিসহ ফেসবুকে দেয়া একাধিক পোষ্ট থেকে সন্ধান পেয়ে সোমবার স্বজনেরা বাড়িতে আনার পথে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কিছু সময় পরেই তিনি সেখানে তিনি মারা যান।