বগুড়ায় চিকিৎসাধিন অবস্থায় সিরাজগঞ্জ জেলা কারাগারের একজন কয়েদি মারা গেছে। গতকাল ভোর রাতে তার মৃত্যু হয়।
তার নাম আবু বক্কর(৫৫),সে সিরাজগঞ্জ সদরের দেয়ালপ্রাচী গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র।
বগুড়া জেলা কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত ১৫জুন তারিখে সিরাজগঞ্জ জেলাকারাগারের কয়েদি আবু বক্কারকে মোস্তিস্ক রক্তক্ষরনের কারণ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেেিকল কলেজ হাসপাতালে ভর্তি করানো। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল ভোর রাতে তার মৃত্যু হয়।
সূত্রটি আরো জানায়, নিহত কয়েদি আবু বক্কার একটি ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত প্রায় ৪বছর যাবত সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিল।
গতকালই ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবার বর্গের নিকট হস্তান্তর করা হয়।