নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় (ক শ্রেণী) ২০১৯-২০ অর্থ বছরের উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। সোমবার বাজেট অনুষ্ঠানে মেয়র কেএম জাকির হোসেন নতুন কোন কর আরোপ ছাড়াই ৪৩ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ৮৪৩ টাকার বাজেট পেশ করেন। বাজেটে পানি সরবরাহ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামো নির্মাণ, সড়ক বাতি ও পরিবেশ রক্ষাকে অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৫২১ টাকা ও উন্নয়ন খাতে ৩৯ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার ৩২২ টাকা আয় ধরা হয়েছে। এ ছাড়া রাজস্ব খাতে ৩ কোটি ২২ লাখ ৭০ হাজার ১৩৫ টাকা ও উন্নয়ন খাতে ৩৯ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার ৩২২ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া বাজেটে ৫৩ লাখ ২০ হাজার ৮২৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অনুষ্ঠানে পৌর সচিব রেজাউল করিম, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও হিসাবরক্ষক মামুনুর রশিদ বক্তব্য রাখেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল কাউন্সিলর ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।