রংপুরে বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর-পশ্চিম রিজিয়নে বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জালাল গণি খান। এ সময় হাড়িভাঙ্গা আম গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ গাছের চারা রোপন করা হয়। এ ছাড়া সদর দপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদসহ বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।