যশোরের বাঘারপাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শতাধিক ইমাম ও মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রতিঠানের মহিলা শিক্ষিকাগণ।
সোমবার সকালে এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শাহাজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক নড়াইলের বিল্লাল বিন কাসেম, ওসি জসিম উদ্দীন, আশরাফ আলী, হাফেজ তাহাজ্জত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাদিউজ্জামান।
অপরদিকে, বাঘারপাড়া থানার ওসি জসিম উদ্দীন তার বক্তব্যে সকল ইমাম ও উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আপনারা বাংলা খুতবায় ঘোষনা দিবেন যে, থানায় মামলা, জিডি ও যে কোন অভিযোগ করতে কোন টাকা পয়সা লাগে না। আর যদি কেউ নেয়, তাহলে আপনারা আমাকে সাথে সাথে অবহিত করবেন, আমি তাৎখনিক ব্যবস্থা গ্রহণ করবো।