যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সুমন সরকার (২০) নামে এক যুবক জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার স্বপন সরকারের ছেলে।
আহত সুমন সরকার জানিয়েছেন, তিনি বকচর হুশতলাতে তার মামা তরুনের ওয়ার্কসপে কাজ করেন। রোববার বিকাল চার টার দিকে তিনি দুপুরের খাবার খাওয়ার জন্যে ষষ্টিতলায় মামা তরুনের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বসন্তভিলা সড়কে পোঁছালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী রনির নেতৃত্ব ইমরানসহ ৭/৮ জন তাকে ছুরিকাঘাত করে পালয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।