বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কতিপয় কর্মকর্তাদের অনিয়ম.দূর্নীতি ও প্রতারনার শিকার হচ্ছেন এলাকার সাধারন মানুষ। তাদের চক্রের য়ড়যন্ত্রে বিপাকে পড়েছেন নীল চাঁদ নামে এক কৃষক। সমিতির যাবতীয় শর্ত মেনে প্রায় দুই লক্ষ টাকা জমা দিয়েও সমিতির কিছু অসাধু কর্মকর্তার কারণে সেচ যন্ত্রে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেচের অভাবে প্রায় ত্রিশ বিঘা জমিতে ফসল উৎপাদনে ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছেন ওই কৃষক।
কৃষক নীল চাঁদের ছেলে শ্রী কমল চন্দ্র শীল জানান, গত বছরের ফেব্রুয়ারী মাসে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধিন শেরপুর উপজেলার বিশালপুর মৌজায় চলমান একটি গভীর নলকূপ থেকে ৮৭৫ মিটার দুরত্বে নতুন একটি অগভীর নলকুপে (এসটিডাব্লিউ) বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়। কিন্তু বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) নিয়ম অনুযায়ী গভীর নলকুপ (ডিটিডাব্লিউ) থেকে অগভীর নলকুপের দুরত্ব ১১৬০ ফুট হওয়া আবশ্যক। তাই প্রস্তাবিত অগভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ না দিয়ে কৃষক নীল চাঁদকে একটি বৈদ্যুতিক খুঁটি ক্রয়ের পরামর্শ দেয় বগুড়া পবিস-২।
একপর্যায়ে গত ২ জানুয়ারি ২০১৯ তারিখের ২৭.১২.১০৮৮.৫০৫.৭০০.৫৪.১৯.০০৩ নং স্মারক মূলে অগভীর নলকুপে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যে সমিতি কর্তৃক প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করা হয়েছে মর্মে কৃষক নীল চাঁদকে জানানো হয় এবং কতিপয় শর্ত প্রতিপালন ও অর্থ জমাদান সাপেক্ষে সেচ যন্ত্রে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যেতে পারে মর্মে সমিতির সদর দপ্তর থেকে পত্র প্রেরণ করা হয়। পত্র পাওয়ার পর যাবতীয় শর্তাদি মেনে জামানত, লাইন নির্মাণ ব্যয়, সদস্য ফি ও মিটারের মূল্য বাবদ মোট উনসত্তর হাজার নয়শত পনের টাকা জমা দেয়া হয়। পাশাপাশি খুঁটি ষাট হাজার টাকা এবং ট্রান্সফর্মার পঞ্চান্ন হাজার টাকায় ক্রয় করে বর্তমানে তা স্থাপন করা হয়েছে। এতে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় হয়েছে। এছাড়াও পানি সেচের জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এমতাবস্থায় সমিতির কিছু অসাধু কর্মকর্তা তাকে বিদ্যুৎ সংযোগ না দিয়ে অর্থনৈতিক সুবিধা নিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে আরইবি এর নিয়মবহির্ভূত ভাবে ৮৭৫ ফুট দূরত্তের মধ্যে গভীর নলকুপের মালিক নির্মল চন্দ্র সরকারকে আরো একটি অগভীর নলকুপের জন্য বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন।
এ বিষয়ে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী আবদুল কুদ্দুসের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি তার জানা নেই। আগামি জুলাই মাসে এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হবে।
অপরদিকে সমিতির ৬ নং এলাকার এলাকা পরিচালক নাজিম উদ্দিন জানান, সর্বশেষ চলতি বছরের ১৮ মে তারিখে অনুষ্ঠিত সমিতি পরিচালনা বোর্ডের সভা সহ একাধিক বোর্ড মিটিংয়ে এই বিষয়টি উত্থাপন করা হয়েছে। কিন্তু সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী আবদুল কুদ্দুস অসহায় কৃষক নীল চাঁদের বিষয়টি অজ্ঞাত কারণে আমলে নিচ্ছেন না।