দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কোঁড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং কোঁড়া আহছানিয়া শাখা মিশনের সভাপতি শেখ আবদুল বাবীর স্ত্রী ফেরদৌসী বেগম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি....রাজিউন। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর ১৬ জুন বেলা সাড়ে ১২টায় ঢাকা ডেল্টা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্বামী, ৬ জন মেধাবী ও গুণী কন্যা, জামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৭ জুন সোমবার সকাল ১০টায় কোড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ আলহাজ মোঃ শামছুল হুদা। নামাজে জানাযায় অংশগ্রহণ করেন মরহুদার স্বামী শেখ আবদুল বারী, ভাসুর আলহাজ শেখ নুরুল হুদা, ভাসুর পুত্র এ্যাড. সাখাওয়াত হোসেন, প্রভাষক লিটু, আলহাজ বাবুরালী সরদার, জামাতাগণ, অন্যান্য আত্মীয়-স্বজন, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান (সবুজ), দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, নলতা শরীফ থেকে অংশ নেয়া নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনিছুজ্জামান খোকন, আলহাজ ডা. মো. আকবর হোসেন, আলহাজ মো. আবুল কাশেম, মরহুমার আত্মীয় প্রভাষক মোঃ মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক আহছান রউফ চান্দু, মো. মোবারক আলী, মো. আবদুস সাত্তার, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, আওয়ামী লীগ নেতা মো. আবদুল আজিজ, প্রভাষক আজিজুর রহমান, রিন্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য, আসন্ন পবিত্র হজ্জব্রত পালনের জন্য মরহুমা ফেরদৌসী বেগম ও তার স্বামী শেখ আবদুল বারী টাকা জমা দিয়েছেন। কিছুদিন পরের তাদের হজ্জ ফ্লাইট ছিল। শেখ আবদুল বারী সকলের জন্য দোয়া কামনা করেন।