মুলাদীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় ২ লম্পটের নামে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ভাবে সালিশ মিমাংশায় ব্যর্থ হয়ে ঘটনার ১২দিন পরে গত ১৬জুন রাতে ছাত্রীর পিতা বাদী হয়ে উপজেলার সফিপুর ইউনিয়নের পূর্বচরপদ্মা গ্রামের হেলাল চাকলাদারের পুত্র জাকির চাকলাদার ও সেকান্দার খানের পুত্র মামুন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানাগেছে গত ৪জুন বিকাল সাড়ে ৪টার দিকে কালাম চাকলাদারের মেয়ে ও পূর্বচরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী পাশ্ববর্তী পাটক্ষেতে শাক আনতে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা জাকির চাকলাদার জোড়পূর্বক ছাত্রীকে ধষর্ণের চেষ্টা চালায় এবং শ্লীলতাহানী ঘটনায়। এ সময় সেকান্দার খানের পুত্র মামুন খান তাকে দেখে ফেলে এবং বিষয়টি লোকজনকে বলে দেওয়ার কথা বলে সে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানী ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করে। স্কুল ছাত্রী ধর্ষণে বাধা দিলে জাকির ও মামুন তাকে মারধর করলে সে ডাকচিৎকার শুরু করে। ছাত্রীর ডাকচিৎকারে তার মা ও স্থানীয়রা ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে ছাত্রীর পিতা ঢাকা থেকে বাড়ি এসে বিষয়টি বখাটেদের পিতা-মাতা ও স্থানীয়দের জানিয়ে বিচার দাবী করলে স্থানীয়রা বিচারের আশ্বাস দেয়। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও স্থানীয়রা বিচারের উদ্যোগ না নেওয়ায় ছাত্রীর পিতা ১৬জুন রাতে বখাটে জাকির ও মামুনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানান ঘটনার তদন্ত চলছে এবং আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।