বাবা একজন মুক্তিযোদ্ধা, অথচ মুক্তিযোদ্ধার তালিকায় তাঁর নাম নেই। সংশ্লিষ্টদের কাছে দীর্ঘদিন ধর্ণা দিয়েও কোন কাজ হয়নি। এরই প্রতিবাদে রংপুরের জি.এল.রায় রোড তাজহাট গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রফিকুল ইসলাম গত ১৩ জুন রংপুর জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে টুঙ্গিপাড়া হয়ে গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। মঙ্গলবার সকালে অভিযাত্রী রফিকুল ইসলাম রংপুর-ঢাকা মহাসড়ক হয়ে পীরগঞ্জ অতিক্রম করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রওনা দেন। এক হাতে জাতীয় পতাকা অপর হাতে সফর সূচির মোড়ানো ব্যানার- লাল সবুজ সার্ট পরিহিত রফিকুল ইলাম তার কর্মসূচি সম্পর্কে বলেন যে, প্রায় ২৬টি উপজেলায় বঙ্গবন্ধুর ছবি অংকন, চারা গাছ রোপন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে পায়ে হেঁটে ৪ আগষ্ট’ ২০১৯ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করবেন।