রাজশাহী তানোরে ২কেজি ৩শ’ গ্রাম হিরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। হিরোইনের মুল্য আনুমানিক ২কোটি ৩০লাখ টাকা। গ্রেপ্তারকৃতের নাম কাইয়ুম আলী মিয়া তিনি বুরুজ গ্রামের রুস্তম আলীর পুত্র। এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে সোমবার র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাধের বিত্তিতে রোববার দিবাগত গভীর রাতে কাউয়ুমের বাড়িতে অভিযান চালিয়ে ২কেজি ৩শ’ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন উদ্ধার হওয়া হিরোইনের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা হবে।
এব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, কাইয়ুম একজন বড় হিরোইন ব্যবসায়ী। র্যাবের একটি দল তাকে নিজ বাড়ি থেকে হিরোইনসহ আটক করেন। এ ঘটনায় তানোর থানায় মাকদ দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জের হাজতে প্রেরণ করা হয়েছে।