রাজশাহীতে ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ কাইয়ুম আলী মিয়া (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোর রাত ২টার দিকে রাজশাহীর তানোর উপজেলার বুরুজঘাট কাচারিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। কাইয়ুমের বাবার নাম রোস্তম আলী।
সোমবার (১৭ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কাইয়ুমের বাড়ি থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের কাছে থাকা নগদ ১২ হাজার ৯শ’ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় কাইয়ুমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে তানোর থানায় সোপর্দ করা হয়েছে।