দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মানে প্রতিবন্ধকতার সমাধান দাবী করেছেন স্কুলের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী। ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার ৭ শতাধীক গ্রামবাসী সোমবার এই বিষয়ে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পৃথক আবেদনপত্র জমা দিয়েছেন। ওই আবেদনপত্রে তারা উল্লেখ করেছেন, পিইডিপি-৪ এর আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাচীর ও গেট নির্মামের জন্য অনুমোদিত তালিকায় আমাদের বিদ্যালয়টি অর্ন্তভূক্ত হয়েছে। যাহার স্মারক নং- ৪৬.০২.০০০০.৮৮৮.৯৯.১২৬.১৮-৩২৮৮ তাং- ২৯-০৪-২০১৯ ইং সীমানা প্রাচীরের পরিমান ২৬০ মিটার। আমরা সীমানা প্রাচীর ও গেট নির্মানের শুরুতেই এসএমসি, পিটিএ কমিটিসহ এলাকার গন্যমান্য ব্যক্তি, ইউপি চেয়ারম্যান ও কয়েকজন ইউপি সদস্যের উপস্থিতিতে সীমানা প্রাচীর প্রসঙ্গ নিয়ে আলোচনার শুরুতেই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের দূর্ঘটনা থেকে মুক্ত রাখার জন্য জেলা সংযোগ সড়ক বা উপজেলা সংযোগ সড়কের পাশর্^বর্তী বিদ্যালয়গুলো সীমানা প্রাচীর দিয়ে শিশুদের নিরাপত্তা বিধানে মহতী উদ্যোগটি গ্রহন করেছেন। ওই আলোচনা সভায় কয়েকজন সদস্য রাস্তার পাশ দিয়ে সীমানা প্রাচীর নির্মান করতে বিরোধীতা করায় বর্তমানে সেখানে কাজ করা সম্ভব হচ্ছেনা। কিন্তু স্কুলের পাশ দিয়ে প্রধান সড়ক চলে যাওয়ায় ওই সড়কে বিদ্যালয় চলাকালীন সময়ে ট্রলী, ইঞ্জিন চালিত ভ্যান, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বিদ্যালয়ের ইএমআইএস কোড- ২০৮০৫০৫০৪, জমির পরিমান- ৫০ শতক, যার দাগ নং- ১৭১৩, খতিয়ান নং- ২৩৩ (এস.এ)। ওই আবেদনপত্রে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আবদুর রউফ, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আরশাদ আলী সরদার, সদস্য আব্দুল্লাহ আলী রেজা, পিটিএ সদস্যসহ গ্রামের ৭ শতাধিক এলাকাবাসী ও অভিভাবকরা স্বাক্ষর দিয়েছেন। তারা অবিলম্বে শিশুদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সমস্যার সমাধান করে প্রাচীর ও গেট নির্মামের দাবী জানিয়েছেন।