নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় এক শিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামাল হোসেন (৩৬) ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমন (১০)। নিহত কামাল হোসেন উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের ইয়াদ আলীর ও সুমন সৈয়দপুর গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১২টার দিকে বিদ্যালয়ে থেকে একটি মোটরসাইকেলে শিক্ষক কামাল হোসেন ও শিক্ষার্থী সুমন উপজেলার সতিহাটে যাচ্ছিলেন। নীলকুঠি নামকস্থানে মহাসড়কে উঠার পরপরই নওগাঁগামী হানিফ নামের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।