উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে বাস ও ট্রাক টার্মিনালের বাইরে সৈয়দপুর পৌরসভা কর্তৃক বিভিন্ন যানবাহন থেকে টোল আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক-ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন। গত সোমবার দুপুরে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাক-ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ চাঁন মিয়া, দপ্তর সম্পাদক আবদুস সামাদ, জেলা বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, কোষাধ্যক্ষ মনছুর আলী, দপ্তর সম্পাদক এফাজ উদ্দিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে আখতার হোসেন বাদল বলেন, স্থানীয় সরকারের সিদ্ধান্ত ও মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে বাস ও ট্রাক টার্মিনালের বাইরে সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষ শহরের একাধিক পয়েন্টে বিভিন্ন যানবাহন থেকে প্রতিদিন টোল আদায় করা হচ্ছে। অবৈধ টোল আদায় বন্ধে পরিবহন শ্রমিক ইউয়িনের পক্ষ থেকে পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল। কিন্তু তারপরও টোল আদায় বন্ধ হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, পৌর কর্তৃপক্ষ অবৈধ টোল আদায় বন্ধ না করলে যানবাহন বন্ধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনের আয়োজন করেন যৌথভাবে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ২২০ ও নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন ১৪৭৬। উল্লেখ্য, এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌরসভা কর্তৃক টোল আদায় বন্ধের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারী করে। তারপরও সৈয়দপুর পৌরসভা টোল বন্ধ না করায় শ্রমিক ইউনিয়নের পক্ষে শ্রী রঞ্জিত কুমারের দায়েরকৃত একটি রীট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত গত ১৩ মে রুলনিশি জারী করে। এতে বিবাদী করা হয় নীলফামারী জেলা প্রশাসক, পুলিশ সুপার, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর পৌরসভার মেয়র ও সৈয়দপুর থানার কর্মকর্তা ইনচার্জকে।