নওগাঁর ধামইরহাটে আগামি ২২ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, মৎস্য কর্মকর্তা আ. হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানাসহ সকল সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ আবুল হোসেন জানান, ১ থেকে ৫ মাস বয়সী শিশুদের ১৯ হাজার নীল ক্যাপসুল ও ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল রঙ্গের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।