নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাত্রলীগের সাবেক সেক্রেটারী ও বিশিষ্ঠ্য ব্যবসায়ী শহিদ উল্লা চৌধুরী (৫৩) ও তার ও অপর দুই ভাইকে উজ¦ল (৩০) এবং সুমন (৩৮)কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্ঠা চালিয়েছে একই এলাকার আবদুর রবের ৩ ছেলে ছারওয়ার আলম, ফখরুল ও বাপ্পী।
ওই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউপির মগুয়া বাজারে। পরে স্থানীয়রা তাদেলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার সেনবাগ সরকারি হাসপাতালে ভতি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসার্ধীর শহিদ উল্লা চৌধুরী জানান, শুক্রবার সকালে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে তার নির্মাানার্ধীন মগুয়া বাজার সন্নিকটে নতুন বাড়ীর দেখতে যান। এ সময় ভবনের ওপর পড়ে থাকা একটি বাঁশের কঞ্জি (চিবা) কেটে দিলে একই বাড়ীর আবদুর রবের ছেলে ফখরুল ও বাপ্পীন সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তারা শহিদকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে বিকেলে শীহদ বিষয়টির প্রতিকার চেয়ে মগুয়া বাজারে স্থানীয় কাদরা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ ও ঘটনাকারীর ভাই ছারোয়ার,একই বাড়ীর মফিজ,মিলনকে ঘটনাটি অবহিত করছিলেন।
এসময় শহিদের ভাই উজ্জ্বল নামাজের ওযু করে স্কুল গেইটের সামনে আসা মাত্র পূর্বে থেকে অবস্থান করা ছারওয়ারের নেৃতৃত্বে ফখরুল ও বাপ্পী উজ্জলকে বেধম মারধর শুরু করে। এ সময় খবর পেয়ে শহিদ ও সুমন উজ্জলকে উদ্ধার করতে এগিয়ে গেলে তারা সুমনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও শহিদকে রড এবং পাইপ পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
আহতদের দেখতে হাসপাতালে যান,সেনবাগ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, স্থানীয় সংসদের প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্যাহ বিএসসি, সেনবাগ উপজেলার যুবলীগের আহ্বায়ক আ.স.ম. জাকারিয়া আলম মামুন, সেনবাগ পৌর যুবলীগ আহ্বায়ক জাহিদুল হক রিপন প্রমুখ।