বিদেশে রপ্তানীযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে পোরশায় প্রায় ১০ হেক্টর আম বাগানে ‘ব্যাগিং’ পদ্ধতিতে আম সংরক্ষন করেছেন চাষিরা। এই পদ্ধতি ব্যবহারের ফলে গুনগত আম উৎপাদন করে বিদেশে রপ্তানী সহজ হবে এবং এতে অতিরিক্ত কীটনাশক প্রয়োজন না হওয়ায় আম চাষীরা আর্থিকভাবে লাভবান ও পাশিাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মনে করছেন। চীন থেকে আমদানীকৃত আম সংরক্ষনের জন্য ব্যবহৃত ব্যাগগুলি উপজেলার ৫-৬জন চাষী পরীক্ষামুলক ব্যবহার শুরু করেছেন। এগুলো ব্যবহারের ফলে আমে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করতে পারবেনা। ফলে আম নষ্ট কম হবে এবং ফলনও বৃদ্ধি পাবে বলে কৃষকরা বলছেন। সহড়ন্দ গ্রামের আম চাষী আবদুল কাদের জিলানী জানান, উপজেলায় তিনি সহ আরও কয়েকজন আম চাষী আমবাগানে বানিজ্যিক ভাবে ব্যাগিং পদ্ধতি শুরু করেছেন। এ পদ্ধতি ব্যবহারের কারণে তাদের কোন বাড়তি কীটনাশক প্রয়োগ করতে হচ্ছেনা। তিনি এবারে প্রায় ২একর জমিতে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করেছেন বলে জানান। তিনি আরও জানান, এবছর ব্যাগিং পদ্ধতি ব্যবহারের ফলে কীটনাশকমুক্ত উৎপাদিত আমের চাহিদা ও ভাল দাম পেলে তিনি আগামি বছর আরও বেশী আমে ব্যাগিং পদ্ধতি ব্যবহার করবেন। তবে তার অনুকরনে অনেক আম চাষি ব্যাগিং পদ্ধতি শুরু করেছেন। জিলানী জানান, অন্যন্য জাতের আম সংগ্রহের প্রায় ১মাস পরে ব্যাগিং পদ্ধতির আম গুলি গাছ থেকে নামোনে যাবে। একশত ভাগ নিরাপদ এই আমগুলি সংগ্রহের পরে আর এক মাস সংরক্ষিত রেখে খাওয়া যাবে। তিনি এ প্রযুক্তির আম যুক্তরাজ্য, জার্মানী, মালয়েশিয়া, ইতালী, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানী করা যাবে বলে আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, তিনি নিজেও সহড়ন্দ গ্রামের ওই বাগানটি পরিদর্শন করেছেন। ব্যাগিং পদ্ধতিতে আম চাষের জন্য এবং এর প্রসার ঘটাতে কৃষকদের সব রকম পরামর্শ ও সহায়তার উদ্যেগ নেয়া হয়েছে এবং পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ব্যাগিং পদ্ধতির আম বিভিন্ন দেশে রপ্তানী হবে বলে তিনি আশা করছেন।