বগুড়ায় সারিয়াকান্দিতে এক কিশোরী গন ধর্ষনের শিকার হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিনে দুুপুরে উপজেলার কাজলা ইউনিয়নের টেংরা এলাকায়। পুলিশ এ ঘটনায় ৩ ধর্ষককে গ্রেপ্তার করেছে।
তারা হল সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের টেংরা গ্রামের নূরুল ফরাজীর ছেলে আবদুল একই এলাকার ময়েন ফারাজীর ছেলে আলী মিয়া এবং ইয়াজ্জুলের ছেলে রাশেল।
বগুড়া সারিয়াকান্দি থানায় দায়ের করা মামলায় জানা গেছে, গত বুধবার দুপুরে এলাকার প্রভাবশালী পরিবারের গ্রেপ্তারকৃত ৩জন সহ আরো কয়েকজন এলাকার একটি দরিদ্র পরিবারের এক কিশোরীকে জোর করে মুখ চেপে ধরে নিয়ে গিয়ে পাট ক্ষেতের মধ্য ধর্ষন করে।
এদিকে ভুক্তভোগী পরিবারে পক্ষে বলা হয়, ঘটনার পর থেকে ধর্ষিতার পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে মামলা করা থেকে বিরত রাখা হয়।
এব্যপারে গতকাল সন্ধ্যায় সারিয়াকান্দি থানার কর্মকর্তা ইনচার্জ (সার্বিক) আল আমিন এর সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন ওই কিশোরীকে ধোরে রাখে আবদুল তাকে ধর্ষন করে। এদিকে ঘটনার পর ধর্ষিতাকে উদ্ধারের পরও সারিয়াকান্দি পুলিশ মেডিকেল পরিক্ষার জন্য তাল বাহানা করায় গতকাল পর্যন্ত ধর্ষিতার মেডিকেল সমপন্ন না হওয়ায় শুরুতেই মামলার তদন্ত মারাত্বক ভাবে প্রশ্ন বৃদ্ধ হয়েছে।