পক্ষপাতমূলক কারণে বগুড়া সদর থানায় ডেকে এনে ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় গোটা বগুড়া টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। সোহান বাবু ওরফে আদর (৩৫)নামের ওই ব্যবসায়ীকে নির্যাতনের সচিত্র প্রতিবেদন বিভিন্ন সোসাল মিডিয়া এবং অনলাইন সহ পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশিত হবার পর থেকে সর্বত্ব মি¯্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে এ ঘটনায় শনিবার রাতে ঘটনার সাথে জরিত থাকার অপরাধে একজন এসআই সহ ৪পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে বগুড়া পুলিশ লাইনসে ক্লোজ করে নেয়া হয়েছে।
নির্যাতিত ব্যবসায়ী সোহান বাবু ওরফে আদর সুলতানগঞ্জ এলাকার সাঈদুর রহমানের ছেলে। বর্তমানে সে বগুড়া শজিমেক হাসপাতালে নিবির পর্যবেক্ষনে চিকিৎসাধিন রয়েছে।
ঘটনায় প্রকাশ, বগুড়া শহরের ব্যবসায়ী আদরের বিজনেস পার্টনার সাথী বানুর নামের অপর এক ব্যবসায়ীর এক অভিযোগের উপর ভিত্তি করে বগুড়া সদর থানার পুলিশ বৃহষ্পতিবার রাতে তাকে থানায় ডেকে আনে। তারপর থানা হাজতে রেখে দেয়া হয়।
রাতে থানার হাজত থেকে ডেকে বহিরে এনে তার উপর মধ্যযুগীয় কায়দায় দফায় দফায় নির্যাতন চালানো হয়। পরদিন দুপুরে আবারো তার উপর চলে ষ্টিম রোলার। এতে আদর অশুস্থ হয়ে পড়লে অবস্থার বেগতিক দেখে ঘটনাকে ধামাচাপা দিতে আদরের বাবাকে শুক্রবার রাতে অভিযোগকারী সাথীর মাধ্যমে থানায় ডেকে নিয়ে আসা হয়। থানায় কর্তব্যরত পুলিশ অধিকারীদের মাধ্যমে তাকে বলা হয়, আপনার ছেলেকে থানায় কোন মারধোর কারা হয়নি, সে সুস্থ্য আছে এই মর্মে একটি মুচলেকা লিখে দিয়ে ছেলেকে নিয়ে যান।এসময় ভয়ভীতি দেখিয়ে আদারের বাবার কাছ থেকে সাদা কাগজের মুচলেকা সাক্ষর করিয়ে নিয়ে আদরকে তাদের হাতে তুলে দেয়া হয়। এদিকে আদরের অবস্থা অবনতি ঘটলে তাকে বগুড়া সরকারী শহিদজিযা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরদিন শনিবার বিষয়টি গনমাধ্যম কর্মীরা জানতে পারলে ঘটনা ফাঁস হয়ে পড়ে। এ নিয়ে অন লাইন ও সোসাল নেট ওয়ার্ককে খবর প্রকাশিত হলে তা ভাইরাল হয়। পরে জেলা পুলিশ অপরাধ কর্মকা-ে জরিত থাকার অপরাধে একজন এসআই ও ২জন এএসআই সহ এক পুলিশ কনষ্টবলকে সাময়িক বরখাস্ত করে থানা থেকে প্রত্যাহারের কথা ওয়েব সাইটে পোষ্ট করে। তারা হল এস আই জব্বার,এএসআাইএরশাদ আলী,নিয়ামত উল্লাহ এবং থানার মুন্সি কনঃ এনামুল হক।
এদিকে গতকাল ভুক্তভোগী আদরের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে আদরে পেছন ভাব মারাত্বক ভাবে ক্ষতবিক্ষত হয়ে গেছে। নির্যাতনের কারণে আদরের পেছনের অংশে মারাত্বক ক্ষতি সাধিত হয়েছে, কোন কারণে আঘাতের স্থানে ইনফেক্শন হলে মাংশে পচন ধরতে পারে। এতে করে তার জীবনের সংশয় হতে পারে।
উল্লেখ্য, বগুড়া সদর থানা, স্থানীয় ফাঁড়ী ও বিভিন্ন থানায় লোকজনকে ধোরে এনে অমানুষিক নির্যাতন চালানোর বিষয়টি একরকম ওপেন সিক্রেট হয়ে দাড়িয়েছে। সম্প্রতি ব্যক্তিগত আক্রোশের বশবর্তি হয়ে পুলিশ লাইন্সে ডেকে নিয়ে কুরদ ই খুদা শুভ নামের এক সহকারি পুলিশ সুপার কর্তৃক সাব্বির আহম্মেদ (৩০)নামের এক সরবরাহকারিকে বেধড়ক মারপিটের ঘটনার পর এখন পর্য়ন্ত তিনি বহাল তবিয়তে বগুড়ায় অবস্থান করছেন। এদিকে মাত্র ৪৮ঘন্টার ব্যবধানে বগুড়া সদর থানায় ব্যবসায়ীর উপর মধ্যযুগীয় নির্যাতনের ঘটনা বগুড়া জেলা পুলিশের ভূমিকাকে মারত্বক ভাবে প্রশ্নবৃদ্ধ করেছে।