রাজশাহীর বাঘায় এক বাড়িতে হামলা ভাংচুর এবং নারীর শ্লীলতাহানীর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৬ জুন) বিকেলে স্থানীয় বাঘা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার চকছাতারী গ্রামের নজরুল ইসলাম ও তার পরিবার এ সংবাদ সম্মেলন করেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম অভিযোগ করে লিখিত বক্তব্যে বলেন, গত ১৩ জুন রাত সাড়ে ৯ টার দিকে আমার ছেলে আজমল হোসেন বাঘার মেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়ি আসে। এ সময় পূর্ব শত্রুতার জেল ধরে বাড়িতে এসে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে রুবেল হোসেন, আবদুল কুদ্দুস সরদারের ছেলে জুয়েল রানা, নুরুজ্জামানের ছেলে সবুজ আলীসহ আরো ৪/৫ জন বাড়ির মধ্যে প্রবেশ করে ছেলে আজমল হোসেনকে মারপিট করে আহত করে। এ সময় আমি, আমার স্ত্রী আনজুরা বেগম এবং ছেলের বৌ মারপিটের প্রতিবাদ করায় শ্লীলতাহানী করে। পরে তারা উল্টো আমার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে প্রচার করে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম তাঁর ছেলের বিরুদ্ধে আনীত মিথ্যা অপবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, আমার ছেলের নামে কথাও কোন থানায় মাদকের বিষয়ে কোন অভিযোগ নেই। যারা অন্যায় ভাবে আমার ছেলের উপরে হামলা করেছে তারা প্রত্যেকেই মাদক সেবনের সাথে সম্পৃক্ত। তারা আমার ছেলের কাছে কোন টাকা পায়না। যা তদন্ত করলে এর মূল ঘটনা বেরিয়ে আসবে।
এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু আমার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড না করে মাদক সেবনকারীদের পক্ষে রহস্যজনক কারণে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আমার ছেলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।
আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, তার স্ত্রী আনজুরা বেগম, ছেলের বৌ জেসমিন আরা প্রমুখ।
এ সময় আনজুরা বেগম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ দেশে গরিবের কোন বিচার নেই। যারা আমার ছেলেকে মারপিট করেছে তাদের পিতা একজন শ্রমিক নেতা। পুলিশ তাদের মামলা রেকর্ড করেছে। কিন্তু আমাদের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড না করায় সুবিচার থেকে বঞ্চিত হচ্ছি এবং নিরাপত্তাহীনতায় ভূগছি।
এ বিষয়ে অন্য পক্ষের বাদী রুবেলের পিতা কামরুল ইসলাম বলেন, আমার ছেলের বন্ধু জনি আহম্মেদ, নজরুল ইসলামের ছেলে আজমল হোসেনের নিকট থেকে ২৪ হাজার টাকা পায়। এ টাকা আমার ছেলেসহ স্থানীয় আরো কয়েকজন বন্ধু চাইতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। এতে তাদের চেয়ে আমার ছেলে ও তার বন্ধু গুরুত্বর আহত হয়। এজন্য পুলিশ আমার দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেছে।
এ বিষয়ে বাঘা থানার তদন্ত কর্মকর্তা আবদুল ওহাব মামলা রেকর্ড করার সত্যতা স্বিকার করেন।