রাজশাহীর তানোরে আদম পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আদমপাচারকারীর নাম খন্দকার সাজেদুল ইসলাম ওরফে তারেক ওরফে তুষার (৪৩) তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকার হোসনীগঞ্জের মৃত শরিফুল ইসলামের পুত্র। গত শনিবার বিকালে দাবিকৃত মুক্তিপনের টাকা আদান প্রদানের সময় রাজশাহী মহানগরীর পদ্মা পাড়ে রাজশাহী ডিবি পুলিশ তাকে আটক করেন। (আজ) গতকাল রোববার দুপুরে এ ঘটনায় বিদেশে জিম্মি যুবক রাজু আহম্মদের পিতা তানোর উপজেলার হাড়দহ সিলিমপুর গ্রামের নোমির সরদারের পুত্র জামিল সরদার বাদি হয়ে ৪জনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরন, পুলিশ ও ভুক্তভূগীর পরিবার সুত্রে জানা গেছে, তানোর উপজেলার হাড়দহ সিলিমপুর গ্রামের জামিল সরদারের পুত্র রাজু আহম্মেদ (২৫), একই গ্রামের নওশাদ আলীর পুত্র রুবেল আহম্মেদ (২৩), মুন্জুর আলীর পুত্র মোতালেব হোসেন (৩২) ও সৈয়দ আলীর পুত্র সাইবত আলী (৩২) কে কাতারে বেশী বেতনে ভালো (কাজ) চাকুরী দেয়ার কথা বলে আদম পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তারকৃত সাজেদুল (জনপ্রতি সাড়ে ৪ লাখ টাকা) খরচ জানিয়ে ২লাখ টাকা নগদ ও বাকি আড়াই লাখ টাকা বেতন থেকে কেটে নেয়ার কথা বলে ৪ যুবকের পরিবারের কাছ থেকে ৭লাখ ৩০ হাজার টাকা নিয়ে গত ২৫/০৫/২০১৯ ইং তারিখে কাতারের পরিবর্তে প্রথমে দুবাই পাঠিয়ে দেয়। দুবাইয়ে ১০দিন আটক রাখার পর গত ০৪/০৬/২০১৯ইং তারিখে ওই ৪ যুবককে লিবিয়াতে পাঠিয়ে দিলে লিবিয়াতে অবস্থানরত জৈনক সালাম ও ফারুক ওই ৪ যুবককে জিম্মি করে ১২লাখ টাকা মুক্তিপদ দাবি করে। এরপর গত ঈদুল ফিতরের ২দিন পর ৭ জুন/২০১৯ইং তারিখ দুপুরে জিম্মি ৪ যুবকের মধ্যে জামিল সরদারের পুত্র রাজু আহম্মেদ তার শ্বশুর পলাশের মোবাইলে ফোন করে জানায় যে লিবিয়াতে অবস্থানরত জৈনক সালাম ও ফারুক তাদের প্রত্যকের কাছ থেকে ৩ লাখ করে টাকা চাচ্ছে টাকা না দিলে কাজ দিবেনা মেরে ফেলবে। এরপর লিবিয়াতে অবস্থানরত সালাম ও ফারুক রাজুর পরিবারের মোবাইলে ফোন করে আশিকুর নামের আরেকজনের মোবাইল নাম্বার দেন এবং যোগাযোগ করতে বলার পাশাপাশি চাদুপর এলাকার ২টি এজেন্ট ব্যাংককিং এর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওই একাউন্টে ১২লাখ টাকা জমা করার নির্দেশ দেন এবং বলেন ওই একাউন্টে টাকা জমা করা না হলে তারা ৪জনকে কাজ দিবেনা মেরে ফেলবে। ভুক্তভোগীরা বিষয়টি রাজশাহী ডিবি পুলিশের পরামর্শে আদম পাচারকারীর সাথে যোগাযোগ রক্ষা করে কৌশলে মুক্তিপনের টাকা নিতে রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে আসতে বলেন। গত শনিবার বিকালে মুক্তিপনের টাকা নিতে আসলে সেখানে সাদা পোষাকে অবস্থানরত ডিবি পুলিশের একটি টিম সাজেদুলকে হাতে নাতে আটক করেন। এ ব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতকে আদমপাচারী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামি কাল (আজ) সোমবার জেল হাজতে প্রেরন করা হবে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন লিবিয়াতে আটক যুবকদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।