অরাজনৈতিক সেচ্ছা সেবী সংগঠন আলোকিত বগুড়া আয়োজিত ব্লাড ডোনেট কমিটি গঠন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের খান্দার এলাকার একটি হাউজিং এর সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোকিত বগুড়ার নির্বাহী অ্যাডঃ ফেরদৌসি আক্তার রুনার সভাপতিত্বে এবং এবং অ্যাড রফিকুল ্ইসলামের সঞ্জালনায় সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক সমাজ সেবক এএইচ এম ডাঃ মশিউর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশিষ্ঠ চিকিৎসক ডাঃ সামির হোসেন মিশু ,বিশিষ্ট সমাজ সেবক এনামুল হক প্রমুখ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্য গন আত্ব মানবতার সেবায় আলোকিত বগুড়ার ব্লাড ডোনেশন কমিটির সাফলতা ও এর কর্মকা-ে আরোহী ভূমিকা নেবার জন্য আশা প্রকাশ করেন। তারা এ সময় রক্তদান সমপর্কে বিস্তারিত তুলে ধোরেন। এর আগে অতিথিগন ব্লাড ডোনেট কমিটির নবাগত সদস্য সদস্যাদের ফুল দিয়ে বরন করে নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম জুয়েল ,অধ্যাপিকা কহিনুর খাতুন, প্রভাষক সেলিনা আক্তার বিউটি, রাইমুল ফেরদৌস রাহুল,আমিনূল ইসলাম রাহী, রাজিবুল,রিমেল প্রমুখ।
এর আগে কুরয়ান তেলোয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যকারী শুরু করা হয়। পরে আলোকিত বগুড়া এবং ব্লাড ডোনেট কমিটির সকল সদস্য সদস্যা এবং নবাগতদের উদ্ধেশ্য বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোকিত বগুড়ার নির্বাহী অ্যাডঃ ফেরদৌসী আক্তার রুনা। পরে তিনি নাবগত কমিটির নবাগত সদস্য সদস্যাদের শপথ