রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত থাকাবস্থায় কনস্টেবল মোঃ রবিউল আলম ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল ৯.৪০ ঘটিকায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ............ রাজিউন)।তার বাড়ী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানা ধর্মপুর গ্রামে আফাজ উদ্দিনের ছেলে।রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে গত১৯/০৫/২০১৯ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় অফিসের ফ্যাক্স ডিউটিসহ যাবতীয় কার্যাদি শেষে অফিস হতে মটরসাইকেল যোগে ব্যারাকের উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে রাত অনুমান ২৩.৪৫ ঘটিকায় ধাপ চেক পোস্ট আর. কে রোডে রংপুর হতে ঢাকাগামী অজ্ঞাতনামা পরিবহন তাদের মটরসাইকেলকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে মটরসাইকেলের পিছনে বসা আপনার ছেলে কনস্টেবল/২০৫ মোঃ রবিউল আলম গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাদের দূর্ঘটনাস্থল হতে উদ্ধারপূর্বক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন। পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় তাকে অতিদ্রুত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে ভর্তি করানো হয়। পওে তাকে ২০/০৫/২০১৯ খ্রিঃ ০০.৪০ ঘটিকা হতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে ভর্তি থাকাকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবসময় চিকিৎসার খোঁজ খবর রাখা হয়। ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি রোববার খ্রিঃ সকাল ০৯.৪০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আবদুল আলিম মাহমুদ বলেন কনস্টেবল/২০৫ মোঃ রবিউল আলম একজন দেশপ্রেমিক, পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী পুলিশ সদস্য। তাঁর ত্যাগী ও বন্ধুসুলভ মনোভাবের জন্য তিনি কর্মস্থলে সকলের অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। কর্মজীবনে তিনি নীলফামারী জেলা এবং সর্বশেষ রংপুর মেট্রোপলিটন পুলিশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি আল্লাহ্র নিকট প্রার্থনা করে বলেন তিনি যেন স্বজন হারানোর গভীর শোক কাটিয়ে ওঠার মানসিক শক্তি দান করেন। মহান আল্লাহ্ আমাদের সহায় হোন।