ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার নূরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের বিন্যামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। রবিবার দিনব্যাপী বিদ্যালয় প্রঙ্গনে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
দেশ বরেণ্য শিল্পপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে আজাদ পরিচালিত হা-মীম গ্রুপের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম খবিরুল ইসলাম।
এসময় হা-মীম গ্রুপের কনস্যালটেন্ট ড. উলফাত হুসাইন, ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ম. হালিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আখতার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষঞ্জ ডা. আমজাদ হোসেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করেন। এদের মধ্যে যাদের চোখে সমস্যা রয়েছে তাদের পরবর্তি চিকিৎসাও প্রদান করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।