নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেন বাবু (৩২) নামে ট্রাক্টরের এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে মান্দা-নিয়ামতপুর রাস্তার ঘাটকৈর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের সামসুল ইসলাম দেওয়ানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ট্রাক্টরের চালক বাবু উপজেলার বিজয়পুর এলাকার জয়নালের ইটভাটা থেকে ইট নিয়ে পোরশা উপজেলার সরাইগাছি এলাকায় যাচ্ছিলেন। পথে উল্লেখিতস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক্টর নিয়ে তিনি রাস্তার পাশে গভীর গর্তে উল্টে যান। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু ঘটে। দুর্ঘটনায় নিয়ামতপুর থানায় কর্মরত ডিএসবি পুলিশের সদস্য সিদ্দিকুর রহমান আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।